মানুষের মূল্যাবোধের মৃত্যু
অনিবার্য- দুঃশাসনে ঘেরা এ পৃথিবীর কোমল
হৃদয়ে পাথর হয়ে ঝুলবে মানুষের কৃত্রিম
ভালবাসা আর রাস্তা কুঁড়ে থেকে এসে মানুষ
খুনের নেশায় ব্যস্ত হয়ে দেখাবে
দুঃসাহস!!

দুর্বিসহ  জীবনের ভারে, পুরুষের
হাতের আঙ্গুল নড়বে শুধু ট্রিগারে কিংবা যৌনতাহীন
নারীর উদরের তলদেশে।
আর অধিকাংশ উচ্চ বিলাসী নারী জীবনের
নেশায় সংসারী হবে শরীরের লোভ
দেখিয়ে, নতুবা কোন ধনাঢ্য পুরুষের
কোলের পুতুল হয়ে কাটাবে যৌবনের
স্থূলভাগ, নতুবা অধিকাংশ উচ্চ বিলাসী নারী
জীবনের অধিকাংশ সময় নষ্ট করবে
ক্লীব পুরুষের পাশে
স্বপ্ন দেখে।।

আর প্রেমিক নারী-পুরুষ, অতিস্ত
জীবনের ক্লান্তিহীনতা মেনে নিয়ে
ভাবের জগতে ডুব দিয়ে
কাটাবে একাকীত্ব জীবন কিংবা
বরণ করবে অনমনিয়তা।।

অর্থ পিপাসুদের আড়ালে লুকিয়ে
থাকবে ”আইনের জীবন সমগ্র” আর
”নতুন আইন প্রয়োগের সামগ্রী”-
কালের স্রোতে কিছু মানুষ
পথের ভিখারী হয়ে থাকবে
আজীবন।।

দেশের গণতন্ত্র যেমন বিদেশী মন্ত্রে
বশীভূত, তেমনি সাধরণ মানুষের
জীবন দেশী তন্ত্রে পিষ্ঠ হয়ে
ধর্ষণের শিকার হবে ধর্মান্ধ রাজনীতির কাছে।।

ক্লীব পুরুষের সংখ্য বেড়ে
পৌরুষহীনের তাড়নায় হন্যে হয়ে
রাস্তায় রাস্তায় খুঁজে বেড়াবে অসহায় কুমারী মেয়ে
হয়তোবা কোন কালে কোন খননবীদ খুঁজে পাবে
কোন ধর্ষিতা রমনীর কংকাল পুরানো পাট ক্ষেতে কিংবা আখক্ষেতে।।

এক সময় মানুষ ভুলে যাবে মানুষের
প্রকৃতি মমতা, জেগে উঠবে
মানুষের আদিমতা । শরীর আর
যৌবন নিয়ে ব্যবসা করবে মরুষ শ্রেণী
গড়ে তুলবে শ্রেষ্ঠ অভিনেতা-অভিনেত্রী
আর সাধারণ মানুষ দু’চোখ ভরে
উপভোগ করবে কৃত্রিম
লালসা ।।