কতোবার বলবো আমি ভাল নেই ভাল নেই
হৃদয় যাচ্ছে যাচ্ছে পুড়ে অন্তঃপুরে
বিশ্বাসহীনতার মায়াজালে জালে পড়ে
কি অদ্ভুত আজব ইতর ঈশ্বর তুমি সেই তুমি সেই
অদৃশ্য তোমার লতা পাতার হাত পেঁচিয়ে পেঁচিয়ে
হৃদয়টাকে মচড়িয়ে মচড়িয়ে অনুনাদে চেঁচিয়ে চেঁচিয়ে
মানবতাকে গিলে তোমার আমায় মানুষ বানানো কি কি এই
কতোবার বলবো আমি ভাল নেই ভাল নেই।।
আবারও বলছি নেই আমি ভাল নেই
তোমার হৃদয় আমার দেহে মেখে মেখে
নিজের মাংস নিজেই দেখে দেখে
নিজেই নিজে নিয়ে নিলে সব যেই
আমি করেছি পণ
তোমাকে দেখে দেখে নেব ক্ষণ
যেহেতু হেতু আমার ভাল নেই।।
আমি ভাল নেই নেই
তুমিইতো শাসক শোষক আমার দোজখ সব
আমি তোমার নাও লুটে আমার সব সব
আমার খসে পড়া মাংসে কি নেই কি নেই
প্রেম ভালবাসা যৌবনের অতৃপ্ত অতৃপ্ত লালসা
নিজেই নিজে খেয়ে নিলে নিজের লালসা
নিজেই নিজে খেয়ে নিলে মানুষ তুনি নিজের নিজের মানবতা
খেয়েই খেয়েই শান্তি এখন খেয়েই খেয়েই শান্তি এখন শুধু নিরবতা
তারপরেও আমি চিৎকার করে করে বলেছি আমি ভাল নেই ভাল নেই
নেই।
আমি শুধু জানতামনা তুমি বধির
আমি শুধু জানতামনা তুমি অন্ধ
আমি শুধু জানতামনা তুমি নির্বাক
এখন তোমার জন্য মায়া বরই মায়া হয় হে ঈশ্বর।।