”হৃদয় নিয়ে আত্মকথন”
---------------------

চলি নির্ভয়ে, এক অদ্ভুত হৃদয় নিয়ে
ছিলো আগে যারা, এখনো আছে
ভালোবাসা কিংবা ঘৃণায় বাদ পড়েনি কেউ।

ভালো মন্দ স্মৃতির ভারে হৃদয়
সংকুচিত হয়নি কখনো-
নতুন, পুরাতন যারাই আসুক
স্থান পেয়ে যায় সকলে। যদি কেউ যায়-
সেই স্থান কেবলই শূন্য থাকে, পূর্ণ হয়না কখনো
অন্য কারো দিয়ে। যদি কেউ আসে-
পুরাতন স্থানে সে ফিরে আসে
হৃদয়ে যা বরাদ্দ থাকে।

নানিয়ারচরের স্মৃতি যেমন, রাঙ্গামাটি
কিংবা ঢাকার স্মৃতিও আছে অটুট, ঠিক যার যার
স্থানে। পরিপূরক হয়নি কেউ, হয়না কখনো
এ এক অদ্ভুত হৃদয়, এলেই স্থান পেয়ে যায়
ঘৃণায়, ক্ষোভে কিংবা ভালোবাসায়
নতুনেরা নতুনে, পুরানোরা সেই স্থানে
ছিলো আগে যেখানে।

প্রথম প্রেমিকা যেমন এখনো আছে হৃদয়ে
তাই বলে তোমার স্থানও এতো নীচে নয়
তুমিও আছো তোমার মতো করে এ মন ছুঁয়ে
পূর্ণ হবেনা কখনো অন্য কারো দিয়ে।

এক অদ্ভুত হৃদয় নিয়ে চলি
ভুলিনি কখনো-
ভালোবাসা দেয়নি যারা কিংবা দিইনি যাদের
ভুলিনি কিছু অহংকারী মানুষ, তাদের চোখ
ক্ষমতা লোভী রাজনীতিবিদ কিংবা তাদের ভোগ
ভুলিনি নষ্ট প্রেমিকের নষ্ট ক্ষোভ
ভুলিনি তাদের, যারা গোপনে
ফাঁকি দিয়ে বেড়ায় সমাজের চোখ।

এক অদ্ভুত হৃদয়- আছে সবই
থাকবে সবই, জীবন পথে করেছি যা সঞ্চয়
হবেনা তার ক্ষয়
যতদিন হবেনা আমার মৃত্যুর সাথে পরিচয়।

(দিল্লীতে পড়াশুনার সময়-১৯৯৪ একদিন এক বন্ধুর চিঠি পেলাম। বর্তমান জেনারেশনের কাছে চিঠির গুরুত্ব তেমন নাও হতে পারে। কিন্তু তখন অকল্পনীয়। চিঠির মূল বিষয় আমি তাকে ভুলে গেছি কিনা। সেই চিঠির উত্তরে এই খোলা চিঠি।)