লজ্জাহীন ক্ষমতালোভে বিবেকের মৃত্যু
জীবিকার তারণায় আদর্শের মৃত্যু হলে-
স্বজাত মনুষ্য চেতনার আত্মগোপন অনিবার্য।
আপোষহীণ মননবাক্য মনচিত্বে মননহীনভাবে
বনরুই-এর মতো কন্ডুলীত মস্তকে
দেয় আত্মহুতি।
অনৈতিকতার আদর্শে উর্ব্বর মস্তিষ্ক
নীতিহীন গণতন্ত্রের জাগরণে-
আজকের ভূমিষ্ট শিশু বেড়ে উঠে
ভবিষ্যতের মানবিক ও মানসিক প্রতিবন্ধী হয়ে।
এর দায় নেবে কে?