ভালবাসার করাত কলে দিব্যি দিয়ে বলতে পারি
প্রেমিক ছিলাম
তপ্ত উনুনে হাত পুড়িয়ে বলতে পারি
পুড়ানোর ইচ্ছে নয় পুড়বার ইচ্ছেই ছিল ঢের বেশি।
তবে, এভাবে আত্মতুষ্টির মোহে প্রলাপ বকে বকে
প্লেটোর প্লেটোনিক ভাবটিকে
প্রত্যেক অঙ্গপ্রত্যঙ্গের মাঝে লুকানোর ব্যর্থতার দায় বার
দেহের কামুক জীবনের প্রভাব প্লেটোর প্লেটে সাজানো
নিজেকে নিজের বিবেকের কাছে আত্ম হুতি দেয়ার নামমাত্র।
তাই, ভালবাসাহীন জীবন মানেই শূন্যতা নয়
বরঞ্চ ভালবাসা মানেই
কামুক দেহের প্রতারণার খোলস মাত্র।
ইহা একান্তই নিজস্ব স্বীকারোক্তি
ইহা বেহায়া প্রেমিকের হৃদয় উন্মোচন নয়
ইহা খাজুরাহো ভিরুপাক্ক মন্দিরের শৈল্পিক কারুকার্যের
ভাব সম্প্রসারণের প্রয়াস মাত্র।