ভালবেসে      কাছে আসতেই দেখলাম বেদখলে তোমার সব
জলে            ভাসা পদ্মের যেমন পুরো দেহ নদীর গভীরতায়
হেঁটেছি          তারার মাঝে নিজেকে পেয়েছি অনন্ত শূন্যতায়।

ডুবেছি          মগ্নতায় একান্ত আমার খোঁজে আবার
অনেক          স্বপ্ন হারিয়ে ফিরেছি নিজের মাঝে
গভীরতায়       হৃদয় হাবুডুবু খায় নতুন জীবন সাঁজে।

ভালবেসে       কাছে আসতেই দেখলাম মলিন পাহাড়ে ক্লান্ত যৌবন
আগুনে           জ্বল জ্বল তুমি এক রৌদ্রতপ্ত কাল গোলাপ
পুড়েছি           নিজের ভিতর হয়নি কোন সংলাপ।

পুড়ে              নিঃশেষ সমস্ত আশা
এখন             ফিরেছি নিজে ঘরে
পাকাপোক্ত      হলেই যখন যাবে কেমনে সরে।
হৃদয়             আমার আজও মাতাল অন্ধ ভালবাসায়।।


এখানে একের ভিতর দু'টি কবিতা পাওয়া যাবে। সবকিছু মিলিয়ে একটি কবিতা। আবার কবিতার প্রত্যেক লাইনের প্রথম শব্দ নিয়ে যদি সাজাই- দাঁড়ায় আরেকটি ৪ লাইনের কবিতা "শাণিত হৃদয়"।

শাণিত হৃদয়
--------------------

ভালবেসে  জলে হেঁটেছি  
ডুবেছি অনেক  গভীরতায়
ভালবেসে আগুনে  পুড়েছি
পুড়ে এখন  পাকাপোক্ত হৃদয় ।