যে বন্ধুটি বলেছিল-
“তুমি যাকে বাস ভালো তাকে দিয়ে হবেনা ঘর”
এখন দেখি সেই বন্ধুই তার সন্তানের জনক । ভালো।
যে বন্ধুটি বলেছিল-
“কি হবে বিদেশে করে ঘর, অরাজকতার হলেও
নিজের দেশেই পাবে ভালবাসার শান্তির পরশ”
এখন দেখি সেই বন্ধুই বিদেশে থেকে দেশকে ভালবাসার ভান করে
করে দেশের অরাজকতার প্রতিবাদ। ভালো।
যে বন্ধুটি বলেছিল-
“ভালো মানুষ করেনা সরকারি চাকরি ঘুষে ভর্তি, নিতেও লাগে ঘুষ”
এখন দেখি সে-ই সরকারির বিরাট কর্মচারী। ভালো।
যে বন্ধুটি বলেছিল-
“রাজনীতি কর নিঃশার্তভাবে শুধু জনগণের জন্য”
এখন দেখি সেই ফকির বন্ধুই রাজনীতি করে বিরাট কোটিপতি। ভালো।
উপরের সব বন্ধু এখন আমার ধারেকাছে নেই। ভালো।
যে বন্ধুটি বলেছিল-
“আমায় ভালোবেসে কি হবে, আমারতো প্রান নেই”
আমি তারই বুকে বেঁধেছি ঘর।
এখন সেই ঘর যদি কেহ আগুনে পোড়ায়
সেই ঘরের মালিকানা যদি অন্য কেহ দাবী করে
সেই ঘরের নারীকে যদি কেউ অপমান করে
সেই ঘরের নারীকে যদি কেউ গুম করে
সেই ঘরের পিতাকে যদি কেউ বেজাত হতে বলে-
আমি বিদ্রোহী হতে বাধ্য, তবে দেশদ্রোহী নয়
আমি প্রতিশোধ নিতে বাধ্য, তবে অন্যআয়ভাবে নয়
আমি খুনি হতে বাধ্য। আমি খুনও হতে পারি যেকোনো সময়
আমি যেকোনো কিছু করতে পারি যেকোনো সময়
আমি টের্ পাচ্ছি আমার রক্ত বদলে যাচ্ছে তার মতো করে।