সেই ভালো- তোমার নরম রূপের গন্ধ শুঁকে
নিভৃতে একাকী সেঁতমাটির তলে শুয়ে মলিন সুখে
হাজার বছর লক্ষ বছর না হয় আমি চুপে চুপে
তোমাকেই ফের ভালোবাসবো না পাওয়ার দুঃখে।
তুমি বুঝবে না কিছু তার- তাতে কী হবে আর!
আকাশের সেতারারা যদি বুঝে খালি করে বুক তার
ভালোবেসে, আমি কী তখনও ভালোবাসা শূন্য হবো ‘বার?
ভালাবাসা হারায় না প্রিয়, ফিরে ফিরে আসে বারে বার।
আকাশ জ্বালবে প্রদ্বীপ- বাতাস বইবে সুঘ্রাণ তোমার
মাটির নির্লিপ্ত ভালোবাসা সিক্ত করবে সারাবছর
সবুজের প্রান্তরে নির্ঘুম থেকে আমি শুষে নিবো প্রেম সব-
এতোদিন না পাওয়ার ব্যথায় অন্তরে পুষেছি যে খোয়াব।
সেদিন দেখবে কুয়াশারা ভেদ করে গগণের ছাদ
আমার শুন্যময় ভূবনে করবে প্রবল আহলাদ,
আমার কম কী? সবইতো পাওয়া হবে একদিন আবার!
তবু তোমাকে পাওয়ার সাধ হৃদয় তখনও কী হারায় আর?
ইস্কাটন, ঢাকা, দুপুর, ২৬ অক্টোবর ’২০