স্বর্গ হলো মহাশশ্মান। সেখনে বোধহীন
আত্মাদের অবাধ বিচরণ। দেহয়টা ভষ্ম
হয়ে ততোদিনে মিশে গেছে জলে স্থলে;
তার রস টেনে নিয়ে বড় হয় জগৎ-বৃক্ষরা!
যে মানুষ মরে যায়, আসলেই সে মরে যায়,
দেহ তার মাটির খাদ্য হয়- মাটি কী
সর্বাপেক্ষা বৃহত্তম খাদক নয়? আসেরীয়
খেয়ে সে, ব্যাবিলন মিসর খাই নি কী সে?
হৃদয়ের প্রয়োজন শেষ হলে আত্মার জুয়াখেলায়
ঈশ্বরের লাভ কে জানে? মানুষইতো
ঈশ্বরের আবিস্কাররক। বোধহীন অনন্ত
সময়ের লোভ কার হৃদয়ে বাসা না বাধে?
মিরপুর, ঢাকা, রাত. ২৯ মার্চ’১৮