রোদে পোড়া চিলের মত অজস্র নক্ষত্র পথ দিবসের
পাড়ি দিয়ে ক্লান্তি বিদূরের ঘুমে তুমি যখন নিশ্চুপ স্বস্তিতে
ঠিক তখনই বিপুল আশা নিয়ে আমি দীর্ঘ যাত্রায় টেনেছি ইতি
তোমাকে পাব বলে আমার অস্তিত্বে।

কিন্তু তুমি ততোক্ষণে ঘুমিয়ে পড়েছ
আচ্ছন্ন হয়ে গেছ স্বপ্নে;
পাছে ঘুম ভাঙে তোমার তাইতো চুপটি দূরে
আছি ধন্নে।

হাজার লক্ষ বছর ধরে অপেক্ষায় রয়েছি যার
ঘুম ভাঙতে তার কেন অপেক্ষা নয় আর?

ঘুমাও ঘুমাও প্রিয়তমা
কতকাল ঘুমাও নি তুমি,
রৌদ্রের ডানা ছেঁটে কোমল শান্তিতে এবার এলাও তোমার ক্লান্তি সব,
দ্বারে পাহারায় রয়েছি আমি।

না হয় নক্ষত্র গুনে গুনে উজ্জ্বল আকাশের
আরও সহস্র বছর হবে পার আমার!
তবু তোমাকে ফেলে রেখে কোথ্থাও যাব না প্রিয়তমা
তুমিই যে আমার শেষ অভিসার।


ইস্কাটন, ঢাকা, দুপুর, ১৬ অক্টোবর ’২০