ভেতরের রোদ্র প্রখরতা-
দু’হাতে লুকায়ে আর কত!
হৃদয়ের ব্যথা সাইবেরিয়ান জলরাশি
জমে জমে কেবল বরফশীতলতা।

দু’হাতে ছড়ায়ে তুষার অবিরত
কষ্টের শৈলশিরা গলে নাতো!
ব্যাথারা পেঙ্গুইন হয়ে সাঁতার কেটে চলে যেন
আর, আমি পড়ে রই সদা জীবন্মৃত।

তবু সে বোঝে না ‘বার
তবু সে আসে না আবার
তবু তার কথা ভেবে ভেবেই  
নিঃষ্ফল সাধনা আমার
সৎকার করে জীবন-পথ
অহোরাত।


নিউ ইস্কাটন, ঢাকা, দুপুর, ৬ সেপ্টেম্বর ’২০