শ্রাবণের উদ্ভ্রান্ত পাংশু মেঘরাশি
কতদিন আপন ঘরে আপন হায়!
ঝরিয়ে না দিলে লালিত রক্তকণা বুকের
কী দাম আছে বাকি আর?
আমি ঝরা-পালক হয়ে উড়ি- আকাশে আকাশে
আমি মেঘমালা হয়ে ঘুড়ি- বাতাসে বাতাসে
আমি বৃষ্টি হয়ে ঝরে পড়ি- গায়ে ও পায়ে তার
তবু সে কী বোঝে আমায়?
ব্যস্ত পৃথিবী।
ঘরে ফেরে পাখি।
আমি বসে থাকি নিশ্চুপ একা একাকী-
আর পঙ্খিরাজ ঘোড়া হয়ে ছুটে চলে অযত্নে-পোষা-মন।
নিউ ইস্কাটন, ঢাকা, দুপুর, ২১ সেপ্টেম্বর ’২০