বিরহের সহস্র সহস্র নীল সমুদ্র জলে
কত শত বছর কেটেছে আহা! শুধুই অবহেলায়
পাড়ের সবুজ-প্রাঙ্গণে ’বার উঠবো বলে;
তখনো প্রাণশক্তি ছিল ভরপুর।

হটাৎ যখন জানলাম, সে- মাঝি আসছে নৌকা নিয়ে
কেমন যেন আশায় বাঁধলাম বুক,
তখন শরীর যেন উঠলো আরও বেশি ক্লান্ত হয়ে;
মনের মাঝে স্বপ্নের দোলাচল ফের হলো শুরু।

তার পথ চেয়ে থাকি
তার নাম ধরে ডাকি
সে তো আসে না;
সে এখনও কেন তবু এলো না?

দিবসের প্রখর দীপ্তি শেষ হয়
শেষ হয় অধ-চেতন ঘুম,
শুধু আসে না সে তরণী নিয়ে জলে;
বাঁজে অথৈই জল-নুপূর রুমঝুম।

এখন বাঁচিবার আশা ক্ষীণ-
মরিবার তোড়জোড়,
কে গ্রাস করিবে আমায় সর্বশেষ- আজ বা আগামীদিন
প্রমত্ত-জল? রাত্রির নক্ষত্র? নাকি তার ‘নিষ্ঠুর প্রেম’?


নিউস্কাটন, ঢাকা, দুপুর, ৫ সেপ্টেম্বর ’২০