দীর্ঘ দুই দুই যুগ পর
অবশেষে পাওয়া গেল সন্ধান তার।

কোথায় না খুঁজেছি তাকে
আঁধার ও আলো যেখানে গুমোট থাকে-
অজস্র শিশিরের রাত জাগা ভোর হতে
অমানিশির কিম্ভূত কালো রাতে
কোথাও পাই নি আহা!
সে বেদনা- মহা
বলি কারে?
শুধু সর্বংসহা ধরার মত করে
সয়েগেছি সব।
জলের নীরব কলোরব
যেমন সয়ে যায় নদী।
নিরবধি
অপেক্ষা করে করে নিঃশেষ কী হয়ে যাই নি আজ?
আমার হৃদয়জুড়ে এখন দূরন্ত কোলাহলের সাঁজ।

এখন কী পাওয়ার সাধনা রবে আর!
নাকি বিরহের আরতি জ্বলবে এবার!
জানি না, আমি জানি না-
হৃদয়ে টের পাই কেবল অঢেল যন্ত্রণা আর যন্ত্রণা।  


নিউ ইস্কাটন, ঢাকা, বিকেল, ২ সেপ্টেম্বর ’২০