মনের মধ্যে মন আমার
ফঁড়িং ফঁড়িং খেলে
একটা মনে দশটা মনের
তা-না-না চলে!

এইবার ভাবি উড়বো এথা
ওইবার ভাবি ওথা,
এইবার ধরি এডালের পাতা
ওইবার ছাড়ি ওটা।

একবার উড়ি একবার ঘুরি
একবার বসি পাখায়,
একবার মঁজে একবার যুঝে
স্বস্তি নিই সখায়।

তারপরও মন উড়নচন্ডি
তারপরও খুঁজে বন
তারপরও পেয়ে হারাই যেন
ফের নতুনের মন।

পাতায় পাতায় খেলা-ফেরা
পাতায় সঙ্গ রোজ,
দিনমান যায় ঘুরে-উড়ে, আর  
চলে নতুনের খোঁজ।


ইস্কাটন, ঢাকা, দুপুর, ২৭ অক্টোবর ’২০