উদ্ভ্রান্ত বায়ুর মত প্রবল ঝড়ের-
আমি দলছি,
সিংহের মত গর্জনের হুংকারে সদা-
আমি টলছি,
শশ্মানের চিতার মত বিভিৎসরূপে রোজ
আমি পুড়ছি,
আর আমি হাঁসফাঁস করছি দুনিয়া কাঁপানো
নির্বাক চিৎকারে:
তুমি কী এখনও আমাকে শুনতে পাও নি?
তুমি কী এখনও আমাকে দেখতে পাও নি?
অথচ ঘুম জেগে সারাদিন মনে তোমারই ঠাই
অথচ স্বপ্নেও সবগুলো রঙে আছ তুমি।
অথচ আমার সকল প্রার্থনায় তুমি,
তুমি আর তুমি।
কৈশরের নূতন চোখের ‘সেই তুমি’
শ্রাবণ শেষের বসন্ত উৎসবের নাম,
যৌবনক্লান্তির ক্ষণেও ‘তুমি’ অবিচ্ছেদ্য সত্য জেনো প্রাণে আমার।
তুমি কী তবু আমার হতে পারলে না?
অথচ তোমারই নামে বিষ-পেয়ালা হাতে আমি
অথচ তোমারই নামে পথের সন্ধানে পথে আমি
অথচ তুমি প্রাসাদে মহাসুখে-
আমি বিবাগী- মজনুন মহাদুঃখে।
নিউ ইস্কাটন, ঢাকা, দুপুর, ১৮ সেপ্টেম্বর’ ২০