জীবন কেমন যেন এক কিম্ভূত মাতাল ট্রেনে চলছে।
যে বগিতে আছি আমি সেখানে কোন সিট নেই।
কাজেই ইচ্ছায় বা অনিচ্ছায় দুলছি, টলছি। আর
সুদূর-পরাহত পথের দিকে চেয়ে আছি একান্ত-
যারা আছে কাছে আজ আমার তারা কেউ না আসলে
যারা নেই তারাতো নেই-ই; তাহলে আমি কার?

এদিকে ট্রেন চলছে: শীত-গ্রীষ্ম-শরত-হেমন্ত-বসন্ত
শেষে নতুন কোন এক ঋতুর পথে কী- জানি না।
দিবসে সূর্যের দাপিত জ্বালা আর রাতের অন্ধকার
অজস্র পথের দিন পেছনে ফেলে চলছে কোন সীমান্তে?
চলার পথে কারও মনের উঠোনে কী পৌছায় এর উদ্দাম বায়ু-
বুঝি, জানা হলো না আর এ জীবনের যাত্রায়।

তবু চলছি- চলতে হয় বলে? তবু ছুটছি- ছুটতে হয় বলে?
কেন চলছি? কেন ছুটছি? -আমার গন্তব্য কোথায় তাহলে!
কে জন আছ- প্রাণের শরবরী- কে বলবে এ কথা!
কে দিবে এতোটুকু আশ্বাস- ‘পথপানে চেয়ে আছি এসো’।

ঘুম-ঘুম চোখ, বিরহ ব্যথায় যেন কাতর হিয়া
ডেকে চলে আনমনে: কোথা হে তুমি প্রিয়া!


ইস্কাটন, ঢাকা, রাত, ২০ জুলাই’১৯