মেঘ গুরগুর বৃষ্টি নূপুর
বাঁজছে টিনের চালে
জল থৈথৈ সবুজ মাঠ
ভাসছে ঘোলা জলে।
আষাঢ় মাসে অসার রোদ
প্রসার বাদল-দেয়া,
যাত্রী আছে ঘাটে বসে
নেই পারাপার খেয়া!
স্রোত-বেগে সাঁতরে ওঠে
কই-টেংরা-পুঁটি,
ঘোলাজলে হাঁস-পাখিদের
আচ্ছা লুটোপুটি।
এরই মাঝে মনে পড়ে
ছোট্টবেলার স্মৃতি:
কত সুন্দর ছিল আহা!
ছিল কত প্রীতি।
ইস্কাটন, ঢাকা, দুপুর, ১ নভেম্বর ’২০