বহু শতবার-
সন্ধ্যার আধার
যেমন
ক্রমাগত ধেয়ে এসে ঘিরে ধরে নির্লিপ্ত ক্রন্দন;
চেপে ধরে সে অব্যক্ত ব্যথা-
চুপি সারে
আধারে
ভাঙিতে গিয়েছি পুষে রাখা অবাধ্য সব নীরবতা।
বার বার শেষ হতে গিয়েও
বেঁচে আছি তোমায় ফের দেখবো বলে
বার বার ভুলে যেতে চেয়েও
ভালবেসেছি আরও, ভুলে?
তবু তুমি হৃদয়ের বনে নতুন কুঁড়ি
প্রতিদিন জেগে ওঠো ভোরে
তোমারেই পাই বলে কাছে
মনে হয়, ভালবাসা আজও বুঝি আছে।
ইস্কাটন, ঢাকা, দুপুর, ২৯ ডিসেম্বর ’২০