ধরা যায় ফুল
জানা যায় ভুল
একদিন; প্রেম তবু দেয় না ধরা
অজস্র নরম শরীরী গন্ধের ছোঁয়ায়। খরা
তার তবু রয়ে যায় বহুদিন আজীবন
বহু নামী প্রেমের বাহু বন্ধনী সব বিলাসে
ফড়িংয়ের মত সে কেবল বেড়ায় অদূরে হেসে হেসে
তবু তারে আমি দেখি
সূর্যের মত সাকি-
প্রেমের আলেয়ার আলোকে
নিয়ে যায় আমাকে
ধূসর প্রেমের জগতে
আঁধারের গাঢ় হতে গাঢ় ধাঁধাতে