ডুবে যায় ভাদ্রের চাঁদ
নেমে আসে নিকষ কালো,
তার মাঝে জেগে ওঠে অন্ধকারে
সে এক অদ্ভুত আলো।
সে আলোয়ও তুমি
‘চির সুন্দর’-
জনম জনম যারে চেয়ে
বেঁচে আছে এ অন্তর।
কাছে পেলেই কি শুধু পাওয়া হয়?
তুমি দূরে- তবু কি পাইনি তোমায়?
নিশিথে রোজ তুমি শশি যেন
হৃদয়ের রানি,
তুমিই তো শিখিয়েছ প্রেমলীলা
‘প্রেম-খনি’।

ইস্কাটন, ঢাকা, দুপুর, ৮ সেপ্টম্বর ‘২০