নির্লিপ্ত প্রভঞ্জনের গুঞ্জনের মত সদা
চেতনার ভেতর আমার কার যেন এক অদৃশ্য ছায়া
আমাকে চালিত করে প্রলুবদ্ধ সহকারে
পিছু যেতে চাইলেও ফিরতে দেয় না সে মায়া!
হৃদয়ের ভেতর তার প্রতি যেন কী সে টান
বিবেক বিদ্ধ করে নিত্য আমাকে করে খান-খান।
অন্ধকারে গিয়ে ভাবি, ভুলে যাবো তারে
তবু সে ভুলিতে দেয় না একটি বারে,
সমুদ্রে সাঁতার কেঁটে ভাবি, জলে ধূয়ে এইবার ভুলে যাবো বুঝি
কিম্ভুত তাকে নিয়েই তবু হয় যোঝাযুঝি।
মনে হয়, মাঝে মাঝে, সে আকাশ- অপার সুন্দর
কেন তাকে ভুলে থাকা তবে- নির্বোধ আমি,
এটা কী সম্ভব কখনো কবে, যে চষে বেড়ায় হৃদয়ের বর্ণিল প্রান্তর!
সে যে অন্তর্যামী।
কখনো ভাবি, কেন কী দরকার মনে রেখে তাকে
যার ছবি মনে রেখেছি এঁকে!
সে তো এখন দূরের কাঁশবন, ভাবি, ভালোলাগার মিছে হাতছানি
বার-বার তাকে কেন ফিরে ফিরে টানি?
সে মেঘমালা- উড়িবার আছে তার অসীম স্বাধীনতা
কেন হে তবে, গগন পানে চেয়ে বৃষ্টি হতে বলো মন তাকে? কেন এ দীনতা!!
ইস্কাটন, ঢাকা, দুপুর, ১৮ অক্টোরব ’২০