অনেক দূর বহুদূর পাড়ি দিয়ে বন্ধুর পথ
অপূর্ণ রয়েছে তবু আজও মনোরথ;
পুষ্প সাঁজায়ে বসে আছে সামনে কে ওই
তাকে ধরতেই নাশে সব হিম্মৎ!

সে কি নারী- আলেয়ার মত উচ্ছ্বল যার
দু’চোখের মনি?
সুরভী আতরে ডাকে যেন ওই রোজ
আগালেই কাছে দূরে সরে তার আহবান ধ্বনি।

কেন গো ডাকো ’বারে- দাও না কো ধরা আর
ফুরালে জীবন মিলন কবে তবে?
কতদূর আর গেলে দেখা দিবে সখি তুমি?
কতটা হারালে হে, আর হবে?

কৃপা করো যদি দাও ধরা
অপার সময়ের করো না আর হেলা,
জীবন গত বহু শত পথে,
তোমার সান্নিধ্য হোক এবার হারানো সবের মেলা।


নিউ ইস্কাটন, ঢাকা, দুপুর, ২৬ সেপ্টেম্বর ’২০