বিজন রাত্রির বন্ধুর পথ হেঁটে একা একা
কখনো আনমনে হাসি- হা হা
কখনো কাঁদি- অস্ফূটস্বরে
আঁধারে তার কিছু যায় কী গো দেখা!
ভাবি, এই কী জীবন নয়?
এরপরও কী কিছু থাকে আর?
-ধূয়ায় আচ্ছন্ন হয়ে ওঠে ঘর
তারপর নূতন ভালোবাসা খুঁজতে হন্যে হয়ে ওঠে হৃদয়।
এরপর আবার হাঁটি- হাঁটি হাঁটি পা পা করে
সুখ আছে- আয়ত মুখ আছে- কোন ঘরে?
কিন্তু কে নিবে নবীন বর-
যার খাটে রোজ ঘুমায় প্রাচীন বিষধর!
এরই মাঝে রাত দেখি চাঁদ দেখি
আর বন্ধুর পথে রোজ পথহাঁকি- হা হা।
ইস্কাটন, ঢাকা, রাত, ৭ ডিসেম্বর’১৯