মাঝে মাঝে বিধ্বস্ত লাগে এ জীবন
রাতের ধূলিমাখা পথ পড়ে থাকে যেমন,
পাশে শুয়ে অসহায় কুকুর
আর আমি হাতরিয়ে ফিরি অনাদর হতে এতোটুকু আদর!
কিন্তু আফসোস- কেউ কী ভালবাসে আমায়?
নাকি আমি শুধু কারও পথ চেয়ে পড়ে থাকি চির-অসহায়?
আলোকে তারা কাছে আসে আঁধারে চলে যায় হটাৎ
বেদনার বহ্নি জেঁগে ওঠে যখন
কেউ তো কাছে থাকে না আর হায়!
আমি কী তখন সারারাত রাস্তার কুকুর হয়ে হাঁটি না পথে?
বরং কুকুর হতেও অসহায় হৃদয় নিয়ে
আমি বারবার তার কথা ভাবি, আসলে কী সে…
তবু যাতনা আমার জন্মের অধিকার মেনে শেষে
আমি যেন রোজ কুকুর হয়েই বিনিদ্র রজনী পাড় করছি পরম দীর্ঘশ্বাসে।
৩০ নভেম্বর’১৯, ইস্কাটন, ঢাকা