ক্ষমা করো আমায়- প্রভু
এ জীবনতো চাইনি কভু;
কেন তবে পথে পথে মারো
রক্ত রাঙায়ে এরপর ছাড়!
জীবনতো আমার- নয় কী?
কেন তবে দাও স্বপ্ন মাখি!
ভালোবাসা ভরে দিয়ে মন
কেড়ে নাও কেন সময়-ক্ষণ?
কেন তবে কষ্ট দিলে এ হৃদে-
ব্যথা বহিবার জল দিলে হ্রদে;
কেন এতো দুঃখ-কষ্ট-যাতনা
এ যে সহিতে আর পারি না।
ক্ষমা করো প্রভু এ অসহায়
জীবন-মূল্য দাও ভিন্ন মহিমায়।
না চাহিতে যে জ্বালায় জ্বলি
তারচেয়ে জ্বালাও হুতাগ্নি না হয়
একবারই জ্বলেপুড়ে শেষ হয়ে যাই-
তখন রবে না আর এ অসহায়।
ইস্কাটন, ঢাকা, রাত, ১ ডিসেম্বর’১৯