দুঃখের পর্বতমালা বয়ে চলে
ন্যুজ হবো না আজ আর
সব কিছু শূন্যে ভাসিয়ে
আমিও শূন্য হবো আবার।
পুষে রাখা বেদনাগুলোকে বুকের
হাতে তুলে উড়াবো নীলে-
যেমন উড়ে চলে জল-বুদ্বুদ
দারুণ-উদ্দাম অনিলে।
এবার আমিও শূন্য হবো
শূন্য হবে আমার সব-
থেমে যাবে আলোর ঘর
নীরব হবে সব কলরব।
যেতে পথে শূন্যে এবার
যদি রেখে যাই স্মৃতি
রেখ না তারে আর ধরে;
নিভিয়ে দিও বাতি।
ইস্কাটন, ঢাকা, দুপুর, ৩ অক্টোবর ’২০