মৃত হয়ে আছি-
যেমন মৃত হয়ে জলে নিঃশেষ হয় গাছের গুড়ি
যেমন মৃত হয়ে বায়ুতে লীন হয় সন্ধ্যা-পেঁচার অভিলাস
যেমন চূড়ান্ত মরার আগে মনে মনে মরে থাকে বহু-
কোন ঐশ্বরিক স্পর্শ তবু হটাৎ বুলালো না হাত হায়!
কোন পুষ্পিত মনের মনে হলো না এখনও ঠায়
দিবাগ্নির পোড় খেয়ে লুকায় আঁধারে যেভাবে ভীতু ফড়িং
নিজেকে বিচ্ছিন্ন লাগে তেমনই তাই, কারও বাহু
যদি পাই দাঁড়াবার তরে-
কিন্তু পোড়া মনতো পোড়া গন্ধই দেয়।
যে জ্বলে তথাকথিত নিরাপদে ঠায় তার আর কোথা
যে-জলে ভিঁজে না মন সে-মনে ধরে কোন ব্যথা!
পৃথিবী- তোমায় করুণা করেছে যে প্রেমে ও ভুলে হায়!
দেখি, তারই নিশ্চিত পরাজয়।
২২ নভেম্বর’১৯, ইস্কাটন, ঢাকা, রাত