হে যুবক বীর্যের স্খলন কেন?
প্রেম ছাড়া যৌনতা নয়।
তোমার শয্যাতো শোভিত বিছানায়
স্বর্গীয় নন্দের ঝর্ণায়!
ঝোঁপে-ঝাড়ে অন্ধকারে নয়-
প্রেমচুম্বিত খাটিয়ায়।
তবে কেন রোজ
তোমার খোঁজ
করে ওই গোয়েন্দার দল?
ছল
কী করেছ কিছু
নিচু করে পৌরুষ?
হয়ো না বেহুশ!
তোমারও তো মা আছে
বোন আছে
বউ আছে- আছে মেয়ে,
কোন ভুলে সব কুলে কালি মেখে
আছ ছেয়ে?
ছি- ঘৃণা হয়!
এ কাজ তোমার নয়,
বন্যা-শাপদ-জন্তুর মত
নিজের করো না আর ক্ষয়, কোন ক্ষয়।
৯ জানুয়ারি ২০২০, মিরপুর, ঢাকা।