মনটা তেতো হয়ে আছে বহুদিন
বিষাদে ভরে উঠেছে চারিধার,
আকাশনীলা যেন বিষের পেয়ালা
অপেক্ষা তার হৃদয় ভেঁজানোর।
তার চোখে চোখ রেখে মনে মনে
ক্ষয়ে গেছে যে সময় অগণিত,
সে কথা জানে কি কালো মেঘ
জানে কি প্রভঞ্জন-প্রবাহিত?
ভালোবাসা কেন আগলে থাকে না হৃদয়
কেন তারা ক্ষয়ে যায়, কেন হয় ক্ষয়!
কেন তবু মন বোঝে না ‘ভালোবাসা’
ভাল নয়, ভাল নয়।।
নিউ ইস্কাটন, ঢাকা, দুপুর, ১৩ সেপ্টেম্বর ’২০