সমস্ত দপ্তর আগলে রেখেছেন ঈশ্বর !
উনাকে বলতে চাই —
আমাদেরও কিছু দায়িত্ব দিন ;
যাতে ছুঁতে পারি ক্ষুধার্তের চোখ,
বাঁচিয়ে রাখতে পারি বাঁচার স্বপ্নকে ।
চাঁদ নিয়ে যাতে ঘুমোতে পারে ক্ষুধার্ত ফুটপাত !
বন্ধ্যা সময়ের গর্ভাশয়ে যাতে ছড়াতে পারি
সাহসী কিছু প্রাণবীজ ।
নিহতরা যেন বারবার বেঁচে ওঠে
রৌদ্রের সৌরভে !
মধ্যরাতে কেউ যেন শূন্যহাতে না ফেরে
আপন ঘরে ।
হে ঈশ্বর, একবার আকাশ বদল করে দেখুন না ;
আশ্রয়হীনরা ছাদ পায় কিনা ?