এপারেতে সূর্য যখন
পূব গগনে ওঠে,
ওপারে তখন সূর্যমুখী
অনুরাগে ফোঁটে  ।
সহজ এ কূটনীতিটা
জানে না কেন ওরা,
এপার-ওপার মাঝখানে যে
কাঁটাতারের বেড়া !

এপারের আকাশ মাঝে
রাতে ফোঁটে তারা
ওপারের আকাশও তখন
লক্ষ তারায় ভরা ।
সহজ এ কূটনীতিটা
জানে না কেন ওরা,
এপার-ওপার মাঝখানে যে
কাঁটাতারের বেড়া !

এপারে যখন শরৎ আসে
ওপারে দোলে কাশ,
ওপারের বারিধারায়
এপারে জলোচ্ছ্বাস ।
সহজ এ কূটনীতিটা
জানে না কেন ওরা,
এপার-ওপার মাঝখানে যে
কাঁটাতারের বেড়া !

এপারের নদী যখন
ওপারেতে যায়,
কার এমন সাধ্য আছে
তাকে আটকায় ।
তবে কেন এপার এপার
সীমানা দিয়ে ঘেরা,
খুলে ফেল মাঝখানের ঐ
কাঁটাতারের বেড়া ।
______________________//