যাযাবর মুহূর্তগুলো থেকে আচমকা উঁকি দেয়
                               এক একটা আস্ত জীবন ।

অপ্রাপ্তির উপত্যকায় সুখ জেগে রয়
                          নক্ষত্রফুলের মতো,

শূন্য দিয়েই পূর্ণ আঁকে অপূর্ণ ইচ্ছেগুলো ;
প্রান্তিক কষ্টরা নষ্ট হয় কামনার কীটনাশকে  ।

সময়ের অলৌকিক আবদারে, তোমার—
     শীতার্থ ঠোঁটের স্পর্শে কান্না হয়ে ওঠে কবিতা ।

আর কবিতার স্নানঘরে আমার নির্ভার চাওয়া-পাওয়া
           নিষিক্ত হয় জলজ অভিসারে ।
__________________________