আজকালকার দিনে, ভালো পাত্র মেলা ভার
শুনছো ওগো, মেয়ের বিয়ের বয়স হচ্ছে পার !
দেখছি পাত্র, খুঁজছি গোত্র, গুনছি ভালো কামাই
মিলে গেলে দেবো বিয়ে, করবো তাকে জামাই  !

বাড়ি দেবো, গাড়ি দেবো, দেবো আমার মেয়ে
রাজপুত্রর বৌ হবে সে, থাকবে রাণী হয়ে !
আহা, এতো সোজা, রাজপুত্র পাবে কোথায় শুনি ?
আজকালকার ছেলেরা সব মন্দ গুণে গুণী !

মন্দ গুণে গুণী, জানি, করবো কী আর বলো
মেয়েরাও কম কিসে, ফর্সা কিংবা কালো  !
আমার মেয়ে সতী সাবিত্রী ওসব বোঝে না
বুঝতো যদি, আজ অবধি একলা থাকতো না !

ঠিক তখনই, সদর দরজায় পড়ল জোড়ে টোকা
খুলতেই একি, মেয়ের সাথে বছর বিশের খোকা  !
দেখতে খোকা, লাগছে বোকা, হাসছে প্রাণ খুলে
উভয়ের গলায় বিয়ের মালা, একি দেখছি ভুলে !

ভুলে নয় মা, বিয়ে করেছি, এই আমার স্বামী
দেখছো কত কিউট দেখতে, চাকরিটাও দামী !
তোমরা যেমন চেয়েছিলে, তেমন পেলে জামাই
কাজে গেলে, বা না গেলেও আড়াই হাজার কামাই  !!
_________________________________________//