বারেক তুমি বল
বারেক আমি
চোখে চোখে হোক খুনসুটি।
আমার বেহায়া কথায়
লজ্জায় হোক রক্তাভ মুখটি তোমার
হৃদপদ্মে থাক অপার শ্রদ্ধা।
গ্রীষ্মের তপ্ত রোদেও
গোলাপ জোগায়
জানি গোলাপ ছিল চিরকাল প্রিয় তোমার।
জীবনের ঝড়-ঝঞ্ঝা হট্টগোল
শতকের মাঝে তোমাকেই চায়।
বাস্তবের তপ্ততায় পোড়ে মন
তবুও তোমার চাহনি কথা বলার মাঝে বাঁকা হাসি
হৃদয়ে ঢেউ তোলে
ভুলিয়ে দেয় বিশ্বভুবন।
স্নেহমিশ্রিত আলতো হাসি
বুকের স্পন্দন বাড়ায় ক্ষনিকে।
অগ্নিগর্ভের তপ্ত লাভায় নীলপদ্ম কেটে ফোটাতে পারি
তোমার প্রিয় রক্তগোলাপ।