কর কুসমালোচনা
শিক্ষা না হয় নিলাম।
প্রেম দিও না
বেয়াদপ হবো পরক্ষণেই,
কাঁটা তার বিছিয়ে দিও
কুখ্যাঁতি ছড়াক
পাইনেকো ভয়
ভীতি কেঁটেছে ভূতকালে।
মেরে দিও জিতবে তুমি,
ক্ষনে ক্ষনে কষ্ট দিও
বারেক বারেক মরব আমি।
যদি ফিরি বেঁচে হে
সেদিন চিনবে আমি কে?
অফুরন্ত প্রেম জোগাবো
হৃদপিন্ড কেঁটে চরণে দেব।
কাঁটা ছেঁটে গোলাপ দেব
সেদিন বুঝবে আমি কে?
সমাজের শিকল বেঁধে দিও
হিংস্রতার ইন্ধন জুগিয়ে দিও
অনলে পুড়ে মরুক আমিটা।
যদি পুড়ে নিরেট হয়ে আসি ফিরে
খোলস ছিঁড়ে বের করবো তোমায়
বুঝিয়ে দেব আমি কে?
ওই আমি নামক আমিগুলো
জয়ী হোক বারংবার।
বাঁধা কাঁটিয়ে
সাফল্য হোক সহস্রবার।