পতিতার জীবন তটিনীর সন্তান মল্লারীর মতো
কত শহরের আবর্জনা বুকের ওপর দিয়ে বেয়ে চলে
তবু সে তো গঙ্গা
দেবতার উদরে, চরণে পাই ঠাঁই।

রবির দেশে আবারো নবীন বেশে
রাস্তায় দাঁড়িয়ে
চোখ মলিন, মুখে তাম্র হাসি
উদরে থাবার দাগ।
বেদনা ঢাকা বাড়ির চৌহদ্দির আড়ালে
ইতিহাস জানে শান্তিনিকেতনের অশান্ত বালকেরা সন্ধে হলে এই পথে নামে।

পাঠকেরা তীব্র যন্ত্রণায় হুংকার জানায়
তবু ওই যে চিহ্ন তাতেই আঘাত তোলে,
আবারো ফোটায় ফুল, ঘনায় অন্ধকার,
পতিতেরা চিরকালই অন্ধকারে,
বেদনা যে তাদের একান্তই আপন।