ওহে মানব
ফুরোবে কবে শৈশব?
জাতি নামক পঁচা দ্রব্য
ধর্ম নামক বেড়াজাল
বদ্ধ কুঁয়োয় হাঁসফাস আর কতদিন?
ক্ষণিকের মোহ
ক্ষণিকের উষ্ণতা, বীর্যের হুংকার
সম্পদ অহং আর কতকাল?
মেঠোপথ, সবুজ অরণ্যের বাণী,
হৃদয়ের মহৎ বার্তা
স্নেহ প্রেম ভালোবাসা
একি শুধু সাহিত্যেই মানায়?
অঝোর কান্নায় প্লাবিত নিত্য ধরণী।
হৃদয়ের অমোঘ মিল, অসম্প্রদায়িকতা
পড়ে থাকে কীটপোকায় আবদ্ধ
লাইব্রেরির বইয়ের ছেঁড়া বইয়ের পাতায়।
ওহে মানব
ফুরোবে কবে এ শৈশব?