তোমার নামে দুঃখেরে ভজে
দিও ক্ষমা এ পরম
মানুষ ছাড়া এ মন শূন্য বোঝে।
তোমার দালানে আমার মোহ
জানি খসবে দিনান্তে
ভজি তবু
ঐ খাচার ভিতর ছোট্ট আভা
জানি সে তুমিই প্রিয়।