যারে ঠেলছো দূরে
সেও কাছে আসবে বলে
ভেবেছিল স্বপ্নছেড়ে
আজন্মকাল।
প্রীতির পরেও আছে পৃথি
গোলক হয়ে ফিরবে এসে একই আস্তাবলে
হিসেব চলে নিরন্তর।
দোয়েল হয়ে একটু হেসো
ফিঙে হয়ে একটু ভালোবেসো
তোমার খাঁচায় বন্দি হব
আজন্মকাল।
প্রেমহরিণী গ্রীষ্মবক্ষে বসন্তের ছোঁয়া লেগে
শব্দ তোলে চুমকুড়ি।
হঠাৎ কিসের ঝঞ্জা এসে
প্রেম-আবেগ সব মাটিতে মিশে
দায়িত্বরা চুমুক দেয় সুখপেয়ালা।
মৃত্যুই মূলকথা
বাঁচাটা অজুহাত।
ছাঁ-পোষাদের প্রেম হয় না।