কোয়েল কুহু রেয়াড় গে
নিরন ঋতু পাশেঃ সেটেরেনা.....
সারি সারজম্, বাঁর্নি, বকম্ বাহা সন্ধাড়গে
সান্তাড় মানওয়া অন্তর সানাম্
গুলৌজ বাহা লেকা উপেল রুয়োড়ঃ।
চান্দু কেচাঃ মুঠাঁন বিটি দয়
বাহায় গছা রুয়োড়।
মডহায়েনাকু মড়েকু ঠিলি দাঃ সাঁও
হাটাঃ পেরেঃ সন্ধাড় বাহা,
আরিচালি ফেড্আকান সরগ্ পুরীখন তেমান লেকা।
সাডেকান্ তুমদাঃ টামাক
রেয়াড় গে অন্তর গাড় রে রুমঝৌ বুঝঃ।
দেলা নায়গো রুয়োড় চালা আলাং
মান্ওয়া তালা ধারতি পুরিতে।
ভাবানুবাদঃ
কোয়েলের কুহু স্নিগ্ধ শীতল
বসন্ত বুঝি এল রে.....
শাল, ভাট, বকম ফুলের গন্ধ
সাঁওতাল অন্তর প্রাণ
গোলাপের ন্যায় ফুটিল আবারও।
চাঁদের টুকরো বোনটি আমার
ফুল নেয় আঁচলেতে।
ফিরছে মঁড়েকু(মাঁঝি, জগমাঁঝি হাড়াম) কলসি নিয়ে
কুলোয় ভরা ফুল হাতে।
সংস্কৃতি-কৃষ্টি যেন নেমেছে স্বর্গ বেয়ে
বাজছে ধামসা মাদল
স্নিগ্ধ শীতল উৎফুল্ল জাগায় হৃদয় জুড়ে।
ফিরে চলি ওগো
মানবের মাঝে ধরণীর বুকে।
(সাঁওতালি ভাষার কবিতা বাংলা লিপিতে লেখার কারনে বানান ও উচ্চারণে সামান্য ফাঁরাক আছে। তার জন্য দুঃখিত।)