আগুন আগুন আগুন
পালাও হে ...
কোথায় পালাঞবো গো
শুধুই পালাঞছি আর কত পালাঞবো।
জঙ্গলগুলা কাঁটে কাঁটে দিলি
যাঁও ছিল আগুনট ধরাঞ দিলি।
আমরা পুড়ব নাই গো বাবু
এ দেশট পুড়িবে, তমার মত দালালট পুড়িবে।
হামার মারাংবা বুলে গাছগুলা জাত দেখে না ধরম দেখে না
এই জঙ্গলটাকে কেমনে ছাঁড়ব বল
এ ত আমাদের আপন ভাবে।
কয়েক হাজার বছরট কাটে গেল খুড়া
হামরা সুবাই ভালই ছিলাম
কেনে যে সব ধ্বংস করলি,
আমরা যে আজ বড়ই কষ্টে খুড়া
বড়ই কষ্টে।
ওই যে দেখ হুরিনট ওর দুইটা ছুট ছুট বাচ্চা ছিল
মরে গেল
দেক উ কি যাবে?
উইখানটাই দেখ পাখিগুলার বাসা নাই
সবগুলা পুড়াই দিলি।
গত বছর আমার ছিলাটা গেছিল সাকরাতে শিকার করতে
তুই কি বলছিলি উহাকে হামরা বনট নষ্ট করছি
এটা তুইও জানিস খুড়া....
জঙ্গলগুলা ধ্বংস করে পার্কগুলা লিয়ে থাক তুরা।
হামাদের জঙ্গল ছাড়া কেউ নাই খুড়া
আগুনটাই হামাকে মরতে দে...