আমাত্বে তুমি তোমাত্বে ঠাই কই?
আমি আস্তিকও নই নাস্তিকও নই
আমার গুরুজনেরে আমি ঈশ্বর কই।
তুমি বলো এ বাণী বন্যের বাণী।
তুমি পুঁড়িয়ে মাটি করছো খাঁটি বানাচ্ছো দালান
মরার কালে উলঙ্গ দাহনলে খসছে মোহ
আবার তুমিই কও সত্য হে লালন।
যে অ-মৃত বৃক্ষবাণী করেছো লোপাট
মুড়িয়ে দিয়েছো সত্যের কপাট,
ধ্বংসের মৃত্যু স্তুপে শোনাও এ হে আধুনিকতা।
খাদান ভেঙে গড়ে বালির শহর
সভ্যতার জননীর বুঁক-শিরা ছিঁড়ে তুলে শিলা
নিত্য তোমার এ ধ্বংসলীলা,
মৃত্যু স্তুপে শোনাও এ হে আধুনিকতা।
আধুনিক সর্বনামী উত্তরাধি ঘৃণায় তপ্ত বেদনা ছুঁড়বে তোমা জীবাশ্মে।
তোমার আধুনিকতা হোক বা জয়
আমি আমার দাবানলে পুড়ে ছাঁই হই।