লম্বা একটা বাঁশের মাথায় জ্বালিয়ে তেলের বাতি।
ধিকি ধিকি করে জ্বলতো সেটা---
জ্বালিয়ে রাখতাম সারারাতি।।
মনের মাঝে মন ময়ূরী পেখম তুলে নাচতো ।
হৃদয় গঙ্গা আনন্দ ধারায় দু'কূল ছাপিয়ে ভাশতো ।।
মাটির প্রদীপে তুলোর ষোলতে।
দেখেছে শৈশব ,দেখেছে কৈশোর----
কার্পণ্যতাহীন নির্মল উজ্জলতায় হাঁসি হাসতে।।
শেষে সদলবলে যাত্রার পালা।
পথে পথে এদিক ওদিক---
ছুটোছুটি হাঁকাহাঁকি--
সঙ্গে লাঠি আর নারকেলের মালা।।
ওটাই ছিল আঁধার রাতে পথ চলার সাথী।
হারিয়ে যাওয়া সাথী টারে দেখে আমার মণ--
ব্যাকুল সারাখন---
বলে  চুপি চুপি, চলো শৈশবে ফিরে আসি।।