বুড়ো সূর্যটা পূব দরজায়-
আমি ঊষা বলে কড়া নাড়াছে।
বুড়িমা ধরণী করকাকলির সুরে-
প্রভাতি রেওয়াজ সারছে।।
আগমনীর গন্ধ মাখা-
নির্মল প্রভাত পবনে ।
মৌচোরা মধুকর আনমনে,
কথকতা বোলে যায কুসুমের কানে কানে।।
শরতের আকাশ-
পেঁজা তুলো দিয়ে পসরা সাজায়।
মাঝি মল্লাহীন-
আকাশ গঙ্গায সদা খেয়া বায়।।