আমি খুঁজতে চেয়েছি পরশপাথর---
পাই নি।
আমিও ধরতে চেয়েছি নির্ভরশীল দুটি হাত---
পাই নি।
আমিও হারাতে চেয়েছি শরৎ বাবুর পারুতে--
পাই নি।
আমিও হারাতে চেয়েছি সময়কে--
পাই নি।
না পাওয়ার যন্ত্রণায় কাতর স্বরে ডেকেছি--
পাই নি।
অনেক যন্ত্রণায় অভিমানে অনুরাগে বিসর্জনের সুরে হয়েছে বোধন---
দেখেছি খুঁজেছি হারায়েছি তবুও যেন মনে হয়--
পাই নি।।
আজ বসন্তকে নতুন করে পেলাম নব রূপে তবুও --
পেলাম কি?
উত্তর সত্যিই খুঁজছি,সময়ের অন্তরালে--
পাই নি।
আজ গোধূলিতে যখন দিনমনি অস্ত যায়--
বাসন্তী রঙ শুধু হাতড়াত---
পাই নি।।
না পাওয়াটা যে ভিশন ভালোবাসে আমায় , সত্যি কি ?প্রশ্ন করি নিজেকে --
পাই নি।।