মা তোকে নৌকায আসতে হলো !
তাই বুঝি - পুষ্প ছেড়ে চোখের জলে-
অঞ্জলি ওরা দিলো ।।
মা তোকে নৌকায আসতে হলো!
মা তোকে নৌকায আসতে হলো!
ইঁদুর, পেঁচা, মযুর,হংস-
ষাঁড়, সিংহ সবইকি ধ্বংস-
পরের কাছে ধার করে বুঝি- -
নৌকায আসতে হলো ।
তাই বুঝি- পুষ্প ছেড়ে বানের জলে-
অঞ্জলি ওরা দিলো।।
মা তোকে নৌকায আসতে হলো!
মা তোকে নৌকায আসতে হলো!
কেউ হাতড়ায, কত কাতরায-
বাটি হাতে ওরা ভাত চায-
কতেক উপবাসে চির নিদ্রায় ।
তাই বুঝি-পুষ্প ছেড়ে কান্নার রোলে-
অঞ্জলি ওরা দিলো।।
মা তোকে নৌকায আসতে হলো!
মা তোকে নৌকায আসতে হলো!
এই দেখ মা ওই দেখ--
হাঁটুজলে ছোট ছেলেটা,
সিক্ত চোখের করুণ ভাযা-
তা তোমারই ভালবাসা,
হৃদয়ে বেদনা হানে-
তবু মা বলে তোমারেই মানে।।
তাই বুঝি-পুস্প ছেড়ে উলঙ্গ সিক্ত করুণ বদনে-
অঞ্জলি ওরা দিলো।।
মা তোকে নৌকায আসতে হলো!
মা তোকে নৌকায আসতে হলো!
নদী রাস্তাটা মিশে একাকার,
ডুবন্ত গৃহ নব মৈনাক-
ষেন মাইলফলক পথনির্দেশ-
এই পথে যাও মা চলি।
তাই বুঝি-পুষ্প ছেড়ে বেদনার আনন্দে-
অঞ্জলি ওরা দিলো।।
মা তোকে নৌকায আসতে হলো!
মা তোকে নৌকায আসতে হলো!
মা ওরা পরিচিত- -
তবু পরিচয ওরা বানভাসি-
বন্ধু সজন গৃহ পরিবার-
ওরা আজ সর্বহারা ।
তাই বুঝি-পুষ্প ছেড়ে অভিমান হস্তে-
অঞ্জলি ওরা দিলো।।
সর্বজয়া মা তোকে নৌকায আসতে হলো!
( অভিমান ভরা বিপ্লব)