তখনো ঊষা ছাড়িয়ে ভোর,
ভোরের আলো ঠিকঠাক নয়ন মেলেনি,
ঊষা লগ্নের নির্মল পবন--
তখনো নিশি কুসুমের সুবাসে বিভোর।
গৃহহীন চতুর ঝাড়ুদার পাখি টা তখনও নীরব---
বাড়ির উঠোনে তখন ব্যস্ততার জোয়ার,
ডেসিবেল তখন খুবই কম সানাইয়ের নিখাদ পবিত্র গুঞ্জনে!

সারাটা দিন বন্দী--
নানান সামাজিক  নিয়মানুবর্তিতার নিকুম্ভিলা যজ্ঞাগারের বেড়াজালে।।
দিনমণি বিদায়ের পর ধার করা জ্যোৎস্নার আলো নিয়ে হাজির চাঁদ মামা,
অবাক রাতের তারারা আকাশে মিটিমিটি করে চায়।
সেই দিন, সেন শুভক্ষন ---
তারে কি ভোলা যায়।।

দিনটা ছিল 2017 নভেম্বর 28-
প্রজাপতি ব্রহ্মার অশেষ করুনায়,
আশাহীন ,সম্ভাবনাহীন ,ভরসাহীন-
শুষ্ক সাহারার বুকে নেমেছিল শ্রাবণ বরিশন ধারা!

একলা চলার দিনের হলো অবসান।
দিনটা ছিল শুভ পরিণয়ের-
হাতে হাত পায়ে পা মিলিয়ে--
চলার শপথ ছিল সে রাতে,
অনেকটা পথ হল সারা- আরও একটা মাইলফলক ছেড়ে যাওয়া হল জীবন পথে।।    

বিশ্বাস,ভরসা,সহমর্মিতা,সহানুভূতী-সমব‍্যাথী,মমত্মবোধ বিনম‍্যতাই হয়ে থাকুক জীবনের পাথেয়।
এইরুপ প্রতিবাদ নয়- অভিমানই হোয়ে থাকুক ভালোবাসার ভাযা।।