বাঁচাও -বাঁচাও -মোরে ---
পুড়েগেলাম ঝলসে গেলাম আমি ,
বাঁচাও বাঁচাও ওদের।
শুনলো না -
আঁচলে লালিত সন্তানদের করুন আর্তনাদ,
আমার পাতায় পাতায় প্রতিধ্বনীত--
নিরুপায়,অসহায় আমি,
হায়রে বিধাতা!
আমিই আশ্রয়দাতা পিতা মাতা---
কিসের লাগি, কোন অপরাধে ?
আমার দহনে ওরাও সাথি,
একেমন নিদারুন চিতা।।
ওগো সভ্য সভ্যতা ---
আজ কিছু প্রশ্ন রেখে যাই---
আমি আমাজন ।
পৃথিবীর ফুসফুস হয়ে শুধু দিয়েগেছি -
চিরটা কাল তোমাদের সুখের লাগি,
শুধু বিষ কুড়াই।
বিনিময়ে কিছু কি পাই ?
কিছু কি চাই ?
আমার সন্তানদের কি বাঁচানো যেত না?
কবে জাগবে তোমাদের মানবীক চেতনা?
আগুন নিয়ে আর কতদিন দহন দহন খেলা ?
আমার দহনে তুমিও দাহিত -তিলে তিলে,
তোমাদের সভ্য শিক্ষিত বিবেক সে কথা কি জানে ?