আমার সত্যি ইচ্ছা করছে না-
বৃদ্ধাশ্রম কথাটা শুনতে,
শব্দ টা কেমন যেন অর্থহীন-
নিরস শুষ্ক কাস্টসম গন্ধহীন,
নেই একবিন্দু সবুজের প্রতিশ্রুতি।
যাদের হাতে সবুজের উৎপত্তি।।
আমার সত্যি ইচ্ছে করছে না-
দু এক পয়সা ভিক্ষা দিতে,
ওই নরম হাত টা তে-
যে হাত ভবিষ্যৎ গঠনের হাতিয়ার ।
সে আজ ভিক্ষা মাগে ,
প্রশ্ন করি নিজেকে দায় কার।।
আমার সত্যিই ইচ্ছে করছে না-
নিজেদের শ্রেষ্ঠ জীব বলতে,
আজো কাঁদে সদ্যজাত ফুটপাতে-
শহরের ডাস্টবিনে ।
ধর্ষণ সেতো গণউৎসব --
ঘটে দিনে দিনে ।।
আমার সত্যিই ইচ্ছে করছে না-
মন্দিরে মা মা বলে জোড়হাতে কিছু চাইতে-
শত সহস্ত্র দৈবকি আজ বন্দিনী !
গোপাল কৃষ্ণ হয়ে খেলে হোলি কলির বৃন্দাবনে ।
গোপিনি নয়--
স্ত্রী-পুত্র লয়ে আনমনে ভুলেছে আপনজনে।।
আমার সত্যি ইচ্ছে করছে না -
পথের নেড়িকুত্তাটাকে ইচ্ছাকৃত আঘাত করতে-
ছাদ নেই, ভাত নেই, লোভ নেই ,লালসা নেই, হিংসা নেই, ঘৃণা নেই, স্বার্থপরতা,প্রতিবাদ-প্রতিরোধ নেই-
শুধু আছে অযাচিত পরোপকারের বাসনা ।
আর খাতহিন বিশুদ্ধ বিশ্বস্থতা।।
আমার সত্যি ইচ্ছে করছে না-
থাকতেই উন্নত সভ্যতায় !
এই সুন্দর ভুবন যে আজ যন্ত্রণার-
নেই একমুঠো বিশুদ্ধ স্বচ্ছ নির্মল বাতাস,
আকাশটা আজ নয়তো শুন্য-
অদৃশ্য তারে সে আজ পূর্ণ ,
পাখিরা ডানা ঝাপটায় হায়।
অদৃশ্য তারের যন্ত্রণায় ব্যর্থ ঘরে ফেরায়।।
আমার সত্যি ইচ্ছা করছেনা-
উপকূলের কাছাকাছি যেতে !
সেথা মানুষগুলো বড় যন্ত্রণায় -
সীমানা গিয়েছে হারিয়ে -
কোন এক ভরা কোটালের এর টানে -
আজও জোয়ার আলপনা দেয় বাড়ির উঠোনে ,
কি বিচিত্র জীবন।
জীবন তো নয়--জীবন্ত মরন।।